logo

About Us

বিভিন্ন ভাষায় চিন্তন প্রকাশের একমাত্র প্রতিষ্ঠান

১৯৭৫ সাল থেকে বাংলা অনুবাদ সাহিত্যের জগতে অনুবাদ পত্রিকা ও ভাষা সংসদ একটি সুপরিচিত নাম। এই পত্রিকার প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় শ্রী বৈশম্পায়ন ঘোষাল। আধ্যাত্মিক সাহিত্যপ্রেমী এই মানুষটি সারা ভারতবর্ষ ঘুরেছেন। ছুঁতে চেয়েছেন ভারতবর্ষের আত্মাকে। বিবিধ ভাষার নানা ইতিহাস ও সংস্কৃতিকে এক জায়গায় এনে মিলনের সঙ্গীত শুনিয়েছেন। তাঁর সম্পাদনায় প্রধান ও অপ্রধান ভারতীয় ভাষা ও ভারতীয় ভাষা সমূহের প্রাচীন ও আধুনিক রচনা সকলের অনুবাদ ও অনুবাদ সংক্রান্ত প্রবন্ধ পাঠক সমাজ রসাস্বাদন করেছে। তিনি মনে করতেন অনুবাদ সাহিত্যই পারে সারা পৃথিবীর মানুষের সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে। এখানেই তিনি রেখেছেন তাঁর বিশ্ববোধের পরিচয়। শ্রী বৈশম্পায়ন ঘোষাল এই সংস্কৃতি ঐক্যের একজন অমিত কারিগর।

Contact Us